ওয়েবসাইটে Google AdSense Approval এর জন্য কি কি অনুসরণ করতে হবে ?
আসলে গুগল অ্যাডসেন্স অপ্রুভাল বা Google AdSense Approval এই বিষয়টা বর্তমানে অনেকটাই কঠিন হয়ে গেছে আগের থেকে। একটা সময় ছিল আবেদন করলেই হয়ে যেতো তবে বর্তমানে বেশ কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আবেদন বা Google AdSense Approval পেতে।
আমি আমার জানা মতে কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং একটি পরিপূর্ণ গাইড লাইন দেওয়ার চেষ্টা করবো এখানে।
অনেকেই অনেক ধরনের কথা বলবে তবে আপনাকে ব্লগ বা Google AdSense Approval কেন দিবে আর কেন দিবে না এই বিষয়টা অবশ্যই গুরুত্বসহকারে বুঝতে হবে।
কিছু টেকনিক্যাল বিষয় থাকতে পারে তবে সাধারণত কিছু জিনিস যা কমন তা জেনে আপনি ব্লগিং করলে অবশ্যই ভালো করবেন।
গুরুত্বপূর্ণ বিষয়গুলো শর্টলিস্ট
শুরুতেই আমি একটি শর্ট লিস্ট করে দিচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর।
(ক) প্রথমেই আপনি রিসার্চ করে নিশ সিলেক্ট করবেন এবং ডোমেইন নাম নির্বাচন করবেন। সাথে সাথে একদম নতুন একটি নাম্বার দিয়ে সেই ডোমেইন এর নামের মত করে একটি জিমেইল তৈরি করবেন। তবে নাম্বারটি ফ্রেশ মানে আগে ব্যবহার করেছেন সেরকম যেন না হয়। আর পিসিতে আগের কোন গুগল অ্যাডসেন্স যেন না থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন।
(খ) ডোমেইন কেনার পর আপনি সেই ডোমেইন এর নামের মত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট বা পেজ তৈরি করে ডোমেইনটা যুক্ত করে দিবেন। এতে করে কিছু অটো ব্যকলিংক হবে যেটা আপনার সাইটের জন্য ভালো হবে।
(গ) সাইটে সেটআপ ও কাস্টোমাইজেশান করবেন। বাকি কাজটা আপনি আমার দেওয়া টিউটোরিয়ালগুলো অনুসরণ করলেই বুঝতে পারবেন আশা করি।
উপরের টিউটোরিয়ালগুলো সময় নিয়ে গুরুত্বসহকারে পড়বেন। আমি আমার অভিজ্ঞতা থেকেই লিখার চেষ্টা করেছি। আশা করবো উপরের লিংকগুলো আপনি সময় নিয়ে বুঝে পড়ে আপনার ব্লগসাইটটা সেই রকম ভাবে তৈরি করা থেকে কাজ করলে সহজেই গুগল অ্যাডসেন্স অপ্রুভাল বা Google AdSense Approval পাবেন।
কিভাবে সার্চ কনসোল যুক্ত করবেন কিভাবে আপনি এনালাইটিক্স যুক্ত করবেন সবই আমি উপরের টিউটোরিয়াগুলোতে দিয়ে দিয়েছি। সুতরাং মনোযোগ সহকারে দেখলে আপনি সবকিছুই সহজেই বুঝতে পারবেন।
বি. দ্র. উপরের বিষয়গুলো সঠিকভাবে করলে আশা করা যায় গুগল অ্যাডসেন্স অপ্রুভাল বা Google AdSense Approval পাবেন তবে কোন সমস্যা আসলে সেটাও সমাধান কিভাবে করবেন সেই বিষয়গুলোও আমি উপরের টিউটোরিয়াল এর পার্টগুলোতে আলোচনা করেছি।
প্রথম প্রকাশিত হয় = ২৩ই এপ্রিল ২০২৩ সাল
Post a Comment